ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ হওয়া ৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে। শুক্রবার বিকালে কিশোরগঞ্জ এলাকার মনপুরাগো বাড়িতে এ মিলাদ মাহফিল হয়।
অসুস্থ ৭ শিশু হচ্ছে- মোহাম্মদ হোসাইন (২), মোহাম্মদ সোলায়মান (৩), তানহা (৩),আছিয়া (৮),তামিম (৯),শাহরুখ (৯) ও সিফাত (৯)। তারা সবাই মনপুরাগো বাড়ির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টি খাওয়ার পরপরই বমি করতে থাকে এসব শিশু। এক সময় বমির মাত্রা বেড়ে গেলে তাদের হাসপাতালে নেয়া হয়। এ মিষ্টি আনা হয় স্থানীয় আনিসুল হক মিয়ার বাজারের রিয়াজের দোকান থেকে। মনপুরাগো বাড়ির সুজন একটি নতুন অটো রিকশা কিনেন। এ উপলক্ষেই মিলাদের আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক সোরওয়ারদী বলেন, প্রাথমিকভাবে শিশুদের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুর রহমান মুরাদ বলেন, হাসপাতালে ও মিস্টির দোকানটি পুলিশের আলাদা টিম পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে কিভাবে শিশুরা অসুস্থ হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে