মন্তব্য
বাড়ির ভেতর পড়ে আছে লাশ। অক্সিজেন সংকটের কারণে মারা গেছেন। মৃত্যুর সময় তাদের পাশে কেউ ছিল না। করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুতে ইন্দোনেশিয়ার পরিস্থিতি এখন এরকমই দাঁড়িয়েছে।
ইন্দোনেশিয়ার পরিসংখ্যান গ্রুপ ল্যাপোর কভিড-১৯ বলছে, জুন মাস থেকে এখনো পর্যন্ত ৪৫০ জন তাদের বাড়িতে মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হবার পরে তারা সেলফ-আইসোলেশনে ছিলেন, কারণ হাসপাতালগুলোতে রোগী ভর্তি করানোর জায়গা ছিল না।
মে মাসের প্রথম দিকে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে। তখন ঈদের ছুটিতে প্রায় ১৫ লাখ মানুষ বিধি-নিষেধ উপেক্ষা করে যাতায়াত করেছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে জাভা দ্বীপের একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ৬৩জন কভিড রোগী মারা গেছেন।
বিবিসি বাংলা