পাকিস্তান থেকে সম্প্রতি ১০ হাজার ‘জিহাদি যোদ্ধা’ সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে। আফগানিস্তান জুড়ে বর্তমান পরিস্থিতির জন্য অনেকটা দায়ী ইসলামাবাদ। পাকিস্তান এখনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেনি।
শুক্রবার সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া রিজিওনাল কানেকটিভিটি সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি এসব কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগান পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি হচ্ছে পাকিস্তান। গত ১৫ বছরে এখানে ৭০ হাজার প্রাণহানি হয়েছে। তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পাকিস্তানের মতো কেউ চেষ্টা করেনি।
ইমরান খান আরো বলেন, বর্তমানে আফগানিস্তানে যা চলছে তার জন্য ইসলামাবাদকে দোষী করাটা সত্যিই অন্যায়। আফগানিস্তানে গৃহযুদ্ধ আসন্ন। এর সমাধানে বিশ্বের শক্তিধর রাষ্ট্র প্রধানদের এগিয়ে আসতে হবে।
এএফপি ও ডন