মহাকাশে ভ্রমণে যাচ্ছে অলিভার

১৭ জুলাই ২০২১

১৮ বছর বয়সী অলিভার ডায়েমেন সবচেয়ে কনিষ্ঠ হিসেবে মহাকাশে ভ্রমণ করতে যাচ্ছে। আগামী ২০ জুলাই ব্লু অরিজিন কোম্পানির প্রথম মহাকাশে মানব ফ্লাইটে যোগ দিতে যাচ্ছে এই কিশোর।

এক গণনিলামে দুই কোটি ৮০ লাখ ডলার জয়ী এক রহস্যময়ী দরদাতার পরিবর্তেন মহাকাশ ভ্রমণে যাবে সে। সমারসেট ক্যাপিটাল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জোয়েস ডায়েমেনের সন্তান এই কিশোর।

এই কিশোরের সারা জীবনের প্রত্যাশা পূরণ হবে এই মহাকাশ ভ্রমণের মধ্য দিয়ে। চার বছর বয়স থেকেই মহাকাশ, চাঁদ ও রকেট নিয়ে তার ভেতরে এক ধরনের মুগ্ধতা কাজ করতো।


মন্তব্য
জেলার খবর