মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পেলেন খালেদা জিয়া

০৮ ফেব্রুয়ারী ২০২২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার ডেমোক্রেসি’ সম্মাননা দেওয়া হয়েছে। গণতন্ত্রের জন্য অসামান্য অবদান রাখায় এ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় এ সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন তিনি।

রাজধানী ঢাকায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন হয়। গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ  বৈঠক হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর