বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে পাকিস্তান : আফগানিস্তান

১৭ জুলাই ২০২১

আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, চলতি সপ্তাহের শুরুতে কান্দাহার প্রদেশে পাকিস্তানের সঙ্গে স্পিন বোদাক সীমান্ত ক্রোসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগান তালেবান। এরপর থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রোসিংটিতে বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে প্রতিবেশী পাকিস্তানের বিমান বাহিনী।

তিনি জানান, আফগান সামরিক বাহিনী ও বিমান বাহিনীকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছে পাকিস্তানি বিমান বাহিনী। তারা বলেছে যে স্পিন বোদাক থেকে তালেবানকে বিতাড়িত করতে যে কোনো পদক্ষেপ পাকিস্তানি বিমান বাহিনী সহ্য করবে না।

রয়টার্স ও এএফপি


মন্তব্য
জেলার খবর