মন্তব্য
টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে জার্মানির পশ্চিমাঞ্চল। এখন পর্যন্ত জার্মানিতে মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। বেলজিয়ামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।
এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১০০০ এর বেশি মানুষ। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।
জার্মানির পশ্চিমাঞ্চলের তিনটি অঙ্গরাজ্য জারলান্ড, নর্দরাইন ওয়েস্টফালেন ও রাইনলান্ডফাল্জের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।
পানিবন্দি লাখ লাখ মানুষ। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
বিবিসি