সব রাজনৈতিক দল, এনজিও এবং পেশাজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার রাজধানী ঢাকার কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ আহবান জানান।
জিএম কাদের বলেন, সারা পৃথিবী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করছে। বাংলাদেশেও সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করতে হবে। তিনি জানান, করোনা মোকাবিলায় সরকারি যে কোনো কর্মকাণ্ড সফল করতে আগ্রহী জানিয়ে ইতোমধ্যেই সরকারকে চিঠি দিয়েছে তারা।
দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি।সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক এইচএম শাহরিয়ার আসিফ। বক্তব্য দেন— জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া প্রমূখ।