ভোলা প্রতিনিধি:
ভোলায় ৫ মিনিট করে ব্যবধানে তিনটি ছেলে সন্তান প্রসব করেছেন জান্নাত বেগম (২১) নামের এক নারী। শুক্রবার বিকালে শহরের কালিবাড়ী রোড এলাকার ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয় তারা। নবজাতকরাসহ প্রসূতি বর্তমানে সুস্থ আছেন।জান্নাত বেগম জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম গ্রামের নূর মাহমুদের স্ত্রী।
হাসপাতালটির চিকিৎসক খালিদ আহম্মদ শাকিল জানান, বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম সন্তান, ৪ টায় দ্বিতীয় সন্তান ও ৪টা ৫ মিনিটে তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হয়। নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। দুটির ওজন দেড় কেজি ও একটির ওজন সোয়া কেজি। মূলত প্রসবকালে স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফাতেমা বেগম তাদের হাসপাতালে ভর্তি হন। এদিকে ঘটনাটি জানাজানি হলে নবজাতকদের দেখতে হাসপাতালে ভীড় করছেন নারী-পুরুষ।
কামরুজ্জামান শাহীন/এমকে