চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে শাশুড়ি-জামাইয়ের জুয়ার আসরে হানা দিয়ে জামাই ও শাশুড়িসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।এ সময় আসরটি ভেঙে দেয়া হয়। জুয়া খেলার সরঞ্জাম ৩ সেট তাসসহ নগদ ২ হাজার ৭২৫ টাকা তাদের কাছে থেকে জব্দ করা হয়। শুক্রবার গভীর রাতে নগরের মোগলটুলি এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বিকালে এ তথ্য জানান ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।
আটকরা হলেন- আব্দুর রহিম (৪৫) ও ফরিদা বেগম (৫০) মো. আব্দুল হক বাবুল (৪২), মো. মিন্টু হাওলাদার (২৭), মো. কবির (৪০), জাফরুল্লাহ (৪৯), মিজানুর রহমান পারভেজ (৪৫), আনোয়ার হোসেন (৫০) ও বদিউল আলম (৪৭)। এদের মধ্যে আব্দুর রহিম ও ফরিদা বেগম সম্পর্কে জামাই-শাশুড়ি। আটকের পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদা বেগম ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় জুয়াড়িদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য পুলিশের সাথে বাগবিতণ্ডা শুরু করেন। কিন্তু কেউই পালিয়ে যেতে পারেনি। জুয়ার আসর থেকে ৮ জনকে এবং আসরের পরিচালক ফরিদা বেগম ও আব্দুর রহিমকে আটক করা হয়।
মোহাম্মদ মহসীন জানান, ফরিদা ও আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই জুয়ার আসর চালাতেন। মোগলটুলির আহসান উল্লাহ মাতব্বর বাড়িতে ফরিদার চারটি ঘর আছে। তন্মধ্যে তিনটি ঘর ভাড়া দিয়েছেন। আর বাকি ঘরটিতে জুয়ার আসর চলতো। আব্দুর রহিম বিভিন্ন স্থান থেকে জুয়াড়ি নিয়ে আসতেন। রাতে বসা এ জুয়ার আসরের জুয়াড়িদের অধিকাংশই নিম্ন আয়ের। সারাদিন কাজ শেষে রাতে জুয়ার আসরে বসতেন তারা ।
দিলীপ কুমার তালুকদার/এমকে