মন্তব্য
বাংলাদেশকে আরও ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান সরকার। এ অর্থ তিন জেলার কৃষি অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় বাজার ব্যবস্থাপনা জোরদার এবং কক্সবাজারে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়দের আবাসন, চিকিৎসা ও স্যানিটেশন সুবিধার পেছনে ব্যয় হবে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে জাপানের দূতাবাস।
তথ্যানুযায়ী, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। মোট সহায়তার মধ্যে ৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে ডব্লিউএফপিকে। বাকি ৪ দশমিক ৪৭ মিলিয়ন ডলার দেওয়া হবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে। অবকাঠামো উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনার জেলা হিসেবে কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালীর কথা বলা হয়েছে।
এমকে