ধন্যবাদ সব সময় এতটা ভালোবাসার জন্য : ক্যাটরিনা

১৮ জুলাই ২০২১

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি ৩৮ বছর পূর্ণ করে ৩৯-এ পা রাখলেন। 

দ্য কপিল শর্মা শো-এর সেটে বসে থাকা দুজনের পুরনো একটি ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, 'শুভেচ্ছা জানাই একটা অসাধারণ জন্মদিনের। জন্মদিন আসুক তোমার জীবনে ভালোবাসা ও শ্রদ্ধা ভরা।'

জন্মদিনে শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, 'জন্মদিন, ধন্যবাদ সবাইকে সব সময় এতটা ভালোবাসার জন্য।’ 


মন্তব্য
জেলার খবর