মন্তব্য
পবিত্র মক্কা নগরীদের আসতে শুরু করেছেন হজযাত্রীরা। ফলে তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে চারদিক।
বাসে করে লোকজন মক্কার প্রধান মসজিদে জড়ো হতে শুরু করেছেন। গ্রীষ্মের প্রচণ্ড তাপ ও রোদ থেকে রক্ষা পেতে ছাতা বহন করছেন অনেকেই ।
চলতি বছর সৌদি আরব নিজের দেশের মাত্র ৬০ হাজার নাগরিককে হজ পালনের অনুমতি দিয়েছে।