সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবন্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।
শনিবার সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে শপথ গ্রহণ শেষে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকারী বাশার আল-আসাদ এসব কথা বলেন।
আসাদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। জনগণের সিদ্ধান্তের মাধ্যমেই পশ্চিমা বিশ্বের তোলা অভিযোগগুলো নস্যাৎ হয়ে গিয়েছে।
আগামী আরও সাত বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ৫৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট । যার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পীসহ প্রায় ৬শ’ মানুষ।
আল জাজিরা