ইয়েমেন থেকে লুট হচ্ছে তেল ও গ্যাস

১৮ জুলাই ২০২১

প্রতিমাসে ইয়েমেন থেকে ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল ও তরল প্রাকৃতিক গ্যাস লুট করে নিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ফলে ইয়েমেন সরকার তাদের কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো বেতন পরিশোধ করতে পরছে না। তেল বিক্রির অর্থ কোথায় খরচ করা হচ্ছে তা নিয়েও আমি শঙ্কিত।

ইয়েমেনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আম্মার আল-আজরায়ি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন। 

আম্মার  বলেন, সৌদি আরব কতৃক ইয়েমেনের তেল সম্পদ লুটের কারণে দেশটিতে দেখা দিয়েছে জ্বালানি সংকট। সম্প্রতি যা ব্যাপক আকার ধারণ করেছে। জাতিসংঘ বলেছে, ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার ও দেশটির ওপর আগ্রাসন বন্ধ না হলে দেশটিতে দেখা দেবে ভয়াবহ মানবিক সংকট।

পার্সটুডে


মন্তব্য
জেলার খবর