মন্তব্য
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন।
১৭ জুলাই টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে তিনি জানান, বেশ কিছুদিন ধরেই কিছুটা শারীরিক পরিবর্তন লক্ষ্য করছিলাম। বিশেষ করে এক ধরণের মৃদু অস্থিরতা কাজ করছিল। ১৬ জুলাই রাতে র্যাপিড করোনা টেস্টের মাধ্যমে করোনা পজিটিভ হয়েছি বলে জানতে পেরেছি। তবে পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই সময়টিতে আইসোলেশনে থাকব।
তিনি আরও বলেন, দুই ডোজ ভ্যাকসিন নিয়েছি বলে করোনায় আক্রান্ত হবার পরেও, আমার উপসর্গগুলো অত্যন্ত মৃদু। যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরেকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিবিসি