মন্তব্য
মালয়েশিয়ায় সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সঙ্গে ঈদুল আজহার নামাজে অংশ নেওয়া যাবে। মসজিদ, সূরাউ এবং অনুমোদিত এলাকার সীমাবদ্ধ স্থানে পশু জবাই করার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
মসজিদ এবং সুরাউগুলোতে উপস্থিত সব মুসল্লিকে প্রবেশ পথে নিজ মোবাইলের মাইসেজাতেরা অ্যাপের মাধ্যমে স্ক্যান করে ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়া প্রবেশ পথে মুখে মাস্ক, শরীরের তাপমাত্রা, হ্যান্ড স্যানিটেশন বাধ্যতামূলক করতে হবে।