মন্তব্য
পশ্চিম ইউরোপের অধিকাংশ অঞ্চল আকস্মিক বন্যার পানিতে ডুবে গেছে। নিহতের সংখ্যা বেড়েেই চলছে। বন্যা ও নদীর প্লাবনে বহু বাড়িঘর ধসে পড়েছে। রাস্তাঘাট ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
মুষলধারে বৃষ্টিতে বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গত অর্ধশতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগকে ‘মৃত্যুর বন্যা’ নাম দিয়েছে জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যমে ।
কোনো কোনো অঞ্চলের রাস্তা ও ঘরবাড়ি পানির নিচে চলে গেছে। উল্টে যাওয়া গাড়ি রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। বহু গাড়ি পানিতে ভেসে গেছে। গাছপালা উপড়ে পড়েছে। কোনো কোনো জেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রয়টার্স