করোনা: ২৪ ঘণ্টায় প্রাণহানি ২০৪

১৮ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত ২০৪ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৮২০ জন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনের করোনা শনাক্ত হযেছে। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৬৬৯ জন,সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।৭২ লাখ ১৫ হাজার ৫৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে।শনাক্তের হার ১৫ দশমিক ১৪।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ১৫টি, পরীক্ষা হয়েছে ২৯ হাজার ২১৪টি।শনাক্তের হার ২৯ দশমিক ০৬।মৃতদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং নারী ৭৯ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৮২ জন, চট্টগ্রামে ৩২ জন, রাজশাহীতে ২০ জন, খুলনায় ৪৯ জন, বরিশালে পাঁচজন, সিলেটে দুজন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে চার জন; সরকারি হাসপাতালে ১৬১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন এবং বাসায় দুই জন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর