নিবন্ধন ছাড়াই ২৫ লাখ পোশাকশ্রমিককে করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার থেকেই তাদের টিকা দেয়া হবে। তবে টিকা গ্রহণে অবশ্যই শ্রমিকদেরকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। শুরুতে গাজীপুর জেলার চারটি পোশাক কারখানার ১০ হাজার শ্রমিককে এ টিকা দেয়া হবে।পর্যায়ক্রমে বাকি সব শ্রমিককে এ টিকার আওতায় আনা হবে। এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।
ডা. খায়রুজ্জামান জানান, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে এ কার্যক্রম শুরু হচ্ছে। কারখানা চারটির মধ্যে রয়েছে- তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টস লিমিটেড। তিনি জানান, এর আগে পোশাক কারখানাগুলো থেকে এ বিষয়ে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। এদিকে পরবর্তীতে অন্যান্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং জেলার করোনা নিয়ন্ত্রণ কমিটির আহবায়ক এস এম তরিকুল ইসলাম।
এমকে