শিগগিরই সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে

১৮ জুলাই ২০২১

সীমান্তে হত্যা বন্ধে শিগগিরই ভারত ও বাংলাদেশ সীমান্তে এ দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে। এ নিয়ে দুই দেশের মন্ত্রী ও বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা চলছে। শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি  জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় সীমান্তে ভুল বোঝাবুঝির কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটে। এছাড়া  আমাদের কিছু বাড়ি সীমান্তের খুব কাছাকাছি আছে,  সবসময় ভারতে যাতায়াত রয়েছে তাদের। এ কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে দুই দেশের কমিটমেন্ট মেনে চললে সীমান্তে হত্যা বন্ধ হবে বলে আশা প্রকাশ করনে মন্ত্রী।

মন্ত্রী আসাদুজ্জামান খান কামাম বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে শুধু বিওপির সংখ্যায়ই বাড়ানো হয়নি, বর্ডার সার্কুলেসন্স সিস্টেমও উন্নত করা হয়েছে। ১০-১৫ বছর আগে যে ধরনের চোরাচালান ছিল, সেগুলো এখন আর নেই। সব ধরনের চোরাচালান শূন্যের কোঠায় নেয়ার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

এমকে


মন্তব্য
জেলার খবর