নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারো কাছে কোনো তথ্য কিংবা ভিডিও ফুটেজ থাকলে তা সিআইডির কাছে জমা দিতে বলেছেন সংস্থাটির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ইমাম হোসেন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
তদন্ত প্রসঙ্গে চৌকস এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ১০টি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন তারা। তদন্ত কাজ খুব দ্রুত শেষ করবেন। তবে সময়োপযোগী, মানসম্পন্ন ও আধুনিক তদন্ত প্রতিবেদন জমা দিতে একটু সময় দিতে হবে। সিআইডির বাইরে ফায়ার ব্রিগেড ও জেলা প্রশাসন আলাদাভাবে ঘটনাটি তদন্ত করবে।
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেন আরো জানান, তদন্তকালে ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিল্ডিং কোড অনুসরণের বিষয়টি খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাটি কেন এবং কিভাবে ঘটেছে তার কারণ বের করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আতাউর রহমান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকারসহ অন্য কর্মকর্তারা ।
প্রসঙ্গত, হাশেম ফুডস লিমিটেডের এ কারখানায় গত ৮ জুলাই বিকালে আগুন লাগে। এ দুর্ঘটনায় ৫২ জন প্রাণ হারান। ঘটনাটি তদন্তে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও সিআইডি পক্ষ থেকে কমিটি গঠন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করে। মামলায় হাশেম ফুডসের চেয়ারম্যান হাশেমসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
এমকে