গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২৫ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন সন্দেহভাজন রোগীর নমুনায়। আর করোনামুক্ত হয়েছেন আট হাজার ৮৪৫ জন।রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ তিন হাজার ৯৮৯ জনের। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৮৯৪ জন। সুস্থ হয়েছেন নয় লাখ ৩২ হাজার আটজন। নমুনা পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি। শনাক্তের হার ১৫ দশমিক ২২।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ২০৪টি,পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য নয়। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৩ জন আর নারী ১০২ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৬০ জন, চট্টগ্রামে ৪০ জন, রাজশাহীতে ২০ জন, খুলনায় ৫৪ জন, বরিশালে নয়জন, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ১৪ জন করে রয়েছেন। সরকারি হাসপাতালে ১৮০ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন আর বাড়িতে ১৩ জন মারা গেছেন ।
এমকে