ঈদে ৪ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের বাণিজ্য কার্যক্রম

১৮ জুলাই ২০২১

খুলনা প্রতিনিধি:

ঈদুল আজহা উপলক্ষে টানা চারদিন (২০-২৩ জুলাই) আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে।২৪ জুলাই সকাল থেকে ফের আমদানি-রফতানি সচল হলেও সাপ্তাহিক ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। পণ্য খালাস কার্যক্রম শুরু হবে ২৫ জুলাই সকাল থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।


বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, বন্ধের সময়ে বন্দরে যাতে কোনো ধরণের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে ও রাতে বন্দর এলাকায় টহল দেবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি বলা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি আজিজুল হক বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে, সে জন্য বিশেষ নজরদারি করা হবে।

এ দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, গত ২৬ এপ্রিল থেকে এ বন্দর দিয়ে ভ্রমণ বন্ধ থাকলেও মেডিকেল ভিসায় রোগীরা বিশেষ অনুমতি নিয়ে সপ্তাহে সাত দিনই ভারত যেতে পারবেন। নিষেধাজ্ঞার আগে যারা আটকা পড়েছিলো, তারা দূতাবাস থেকে ছাড়পত্র, কোভিড নেগেটিভ সনদ নিয়ে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফিরতে পারবেন। ঈদের ছুটিতে তাদের ফিরতে কোনো বাধা নেই। তবে যারা ফেরত আসবেন, তাদের অবশ্যই ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে।



গাজী সুফিয়ান/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর