আবারও দেশের বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়েছেন দেশের ২৩ বিশিষ্টজন। বিবৃতিদাতারা মনে করছেন, এ মূলবৃদ্ধির ফলে আরও কষ্টকর হয়ে উঠবে সাধারণ মানুষের জীবন। তাই ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, করোনাকালে বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়েছেন, আয় কমেছে অনেকের। সংখ্যাগরিষ্ঠ মানুষ সীমাহীন আর্থিক দুরবস্থায় নিমজ্জিত। এ রকম পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষত খাদ্যসামগ্রীর দাম ক্রমাগত বাড়ছে। নতুন করে এ মূল্যবৃদ্ধিতে মানুষের কষ্ট বাড়বে।
বিবৃতিদাতারা হলেন- পঙ্কজ ভট্টাচার্য, সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, ডা. ফওজিয়া মোসলেম, নুর মোহাম্মদ তালুকদার, ডা. রশিদ-ই-মাহাবুব, খুশী কবির, অধ্যাপক এম এম আকাশ, রোবায়েত ফেরদৌস, সেলু বাসিত, ডা. লেনিন চৌধুরী, জাহিদুল বারী, মেসবাহউদ্দিন আহমেদ, সেলিম রেজা, সালেহ আহমেদ, পারভেজ হাসেম, লতিফুল বারী হামিম, আব্দুর রাজ্জাক, এ কে আজাদ, অলক দাস গুপ্ত ও দীপায়ন খীসা।