মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিদ্যুতের সংযোগ মেরামত কাজের সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি লাইনম্যান ফারুখ। রোববার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ফারুখ উপজেলার চরলক্ষী গ্রামের মুজিবল হকের ছেলে।
ফারুখের স্বজন ও স্থানীয়রা জানান, অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হওয়ার পরেই খুঁটি থেকে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় লালমোহন হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়। লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কামরুজ্জামান শাহীন/এমকে