ভোলা প্রতিনিধি:
বাড়ি ফিরে ঘরের সব দরজা-জানালা বন্ধ পেয়ে আর মেয়েকে ডেকেও কোনো সাড়া না মেলায় চিৎকার দেন সীমা আক্তারের মা আছমা বেগম। সেই চিৎকার শুনে ছুটে আসা স্থানীয়রা ঘরটির একটা জানালা ভাঙতেই দেখেন- বারান্দার চালের কাঠের সঙ্গে ঝুলছে সীমা আক্তার। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল।
রোববার সকালে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিদ্দিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সীমা ওই বাড়ির গৃহকর্তা সিদ্দিক মিয়ার মেয়ে। বিয়ের পর স্বামীর সঙ্গে বাবার বাড়িতেই থাকতেন তিনি।
সিদ্দিক মিয়া জানান, ঘটনার আগে সীমার মা পাশের জমি থেকে গরুর ঘাস আনতে যায়। আর সীমার স্বামী সকালেই কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। প্রায় ৮/৯ মাস আগে বিয়ে হয় তাদের।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুরর রহমান মুরাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে