`সরকারি মাল দরিয়া মে ঢাল’- সরকারি কর্মকর্তাদের মধ্যে এ প্রবণতা এখন আর আগের মতো নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে পেশাগত দায়িত্ব পালনে পরিবর্তন এসেছে। প্রত্যেকে তার নিজের এ দায়িত্বকে নিজের কাজ বলে গ্রহণ করছেন এবং বাস্তবায়ন করতে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। এ জন্যই এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সাফল্য অর্জন করতে পেরেছে। আজকে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থায় এসেছে বাংলাদেশ।
রোববার মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই বিষয়টি খেয়াল করছেন তিনি।তিনি বলেন, ‘সর্বক্ষেত্রে আমাদের যারা প্রশাসনে আছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন অথবা আমাদের সশস্ত্র বাহিনীতে আছেন, সবার ভেতরে এ পরিবর্তনটা এসেছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সেবা করবে। যাদের মাধ্যমে সেবা করবে, তাদের দক্ষ করে গড়ে তোলা, তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং জনসেবা করা, অর্থাৎ জনগণের সেবামূলক প্রশাসন গড়ে তোলা সরকারের দায়িত্ব। তিনি বলেন, দায়িত্বটা হচ্ছে জনগণের প্রতি। জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করা। সেই কথাটা চিন্তা করেই সব কর্মকাণ্ড (বার্ষিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ, বাজেট দেই বা প্রশাসনিক কর্মকাণ্ড) পরিচালনা করে তার সরকার। এসব কর্মকাণ্ড যেন গতিশীলতা পায়, জনগণের কল্যাণমুখী হয়, জনগণ যেন তার সুফলটা ভোগ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই তার পথচলা এবং তাদের সংগঠন(আওয়ামী লীগ) কাজ করেছে। যখন সরকারে এসেছেন, বাংলাদেশের মানুষের জন্য সেবক হিসেবে কাজ করেছেন। করোনার প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে যেভাবে তার সরকার এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেখানে একটা বিরাট ধাক্কা লেগেছে। তিনি বলেন, করোনা বিশ্বব্যাপী একটা সমস্যা। এখানে সরকারের একার কিছু করার নেই। তারপরও সরকারের চেষ্টা রয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধ করা, জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং আর্ত-সামাজিক অবস্থা গতিশীল রাখা।
এমকে