বিশ্বজুড়ে ফোনে আড়িপাতছে ইসরাইল

১৯ জুলাই ২০২১

ইসরাইলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ইত্যাদি গুরুত্বপূর্ণ শ্রেণি-পেশার মানুষের ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। 

বিশ্বজুড়ে ফোনে আড়িপাতার ঘটনায় নজরদারির তালিকায় বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা রয়েছেন। ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে, ২০১৬ সাল থেকে যাদেরকে নজরদারি করা হচ্ছিল। ফোন নম্বরগুলো ৪৫টি দেশের যার ১ হাজারের বেশি নম্বর ইউরোপের দেশগুলোর।

পেগাসাস ম্যালয়্যার তৈরি করেছে ইসরাইলি প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসও গ্রুপ । এটি আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইলে প্রব্শে করে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচারের পাশাপাশি কল রেকর্ড বা মাক্রোফোন চালু করে রাখার মতো ভয়ংকর ঘটনাও ঘটোতে পারে।

 গার্ডিয়ান 

 


 


মন্তব্য
জেলার খবর