বন্যায় জার্মানিতে মৃত বেড়ে ১৯০

১৯ জুলাই ২০২১

জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা ১৯০ ছাড়িয়েছে।

জার্মানির পশ্চিমাঞ্চলের তিনটি অঙ্গরাজ্য জারলান্ড, নর্দরাইন ওয়েস্টফালেন ও রাইনলান্ডফাল্জ। মানুষের দুর্দশা এখনো কাটেনি।

পানির তোড়ে বিলীন হওয়া ধ্বংসস্তূপ থেকে একে একে বেরিয়ে আসছে স্থানীয় অধিবাসীদের লাশ। এখনো নিখোঁজ বহুমানুষ।

ইউরো নিউজ


মন্তব্য
জেলার খবর