গণপরিবহন-পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার দাবি

১৯ জুলাই ২০২১

গণপরিবহন ও পশুর হাটে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। বলেছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

জাপা চেয়ারম্যান আরো বলেন, করোনা উদ্ভুত পরিস্থিতির মধ্যেই দেশে কোরবানি পশুর হাট জমে উঠেছে। পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন মানুষ।  আবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে  বাড়ির পথে  ছুটছেন মানুষ। গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেন, এসব হাটে অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। গণপরিবহনেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাব বিদ্যমান। তিনি জানান,  সাত দিন ধরে যারা বাড়ি গেছেন, ঈদের পর তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর