দেশে ফিরেছেন মার্টিন মইসি

১৯ জুলাই ২০২১

হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রী মার্টিন মইসি দেশে ফিরেছেন। মইসির হত্যাকাণ্ডের ঘটনার সময় আহত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

জোভেনেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই ক্যাপ-হাইতিয়েনে। জোভেনেলের শেষকৃত্যের প্রস্তুতির পাশাপাশি তাতে অংশ নিতে দেশে ফিরেছেন মার্টিন।

গত ৭ জুলাই সন্ত্রাসীরা প্রেসিডেন্ট জোভেনেল মইসির ব্যক্তিগত বাস ভবনে ঢুকে গুলি করে তাকে হত্যা করে। হামলায় তার স্ত্রী মার্টিন গুরুতর আহত হন।

বিবিসি


মন্তব্য
জেলার খবর