মন্তব্য
থাইল্যান্ডে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। রাত্রীকালীন কারফিউ এবং ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে আরও তিনটি প্রদেশে। আগে থেকেই বিধিনিষেধ চালু রয়েছে রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে।
মঙ্গলবার থেকে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যেতে পারবেন না চনবুড়ি, আয়ুথায়া এবং চাচোয়েংসাও প্রদেশে বসবাসরত নাগরিকরা। কারফিউ জারি থাকবে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত । এসব প্রদেশের লোকজন যাতে অন্য কোথাও ভ্রমণ করতে না পারে সেজন্য পুলিশের চেকপোস্ট থাকবে।
আল জাজিরা