পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঝারি ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে কোথাও কোথাও। এ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। রোববার সন্ধ্যা ৬টায় এমনই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। খবর বাসস।
পূর্বাভাসে আরো বলা হয়েছে- পরের দু’দিনে পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। এরপরে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে, ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তাড়াশে, ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
এমকে