পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিন পাবেন: প্রধানমন্ত্রী

১৯ জুলাই ২০২১

দেশের সবাইকে পর্যায়ক্রমে করোনার ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কোনো মানুষ যেন বাদ না পড়েন, পদক্ষেপটা সেভাবেই নেয়া হয়েছে। রোববার মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন  তিনি।

শেখ হাসিনা বলেন, দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে, ভ্যাকসিন আসছে। সবাইকে   ভ্যাকসিনটা দিতে যত দরকার তা কেনা হবে। দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই চাচ্ছে তার সরকার।  এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর