সপ্তাহের প্রথম দিন রোববার বাজার মূলধন বৃদ্ধিতে এবং দুই সূচক- ডিএসইএক্স ও ডিএস ৩০’র উত্থানে রেকর্ড সৃষ্টি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই। কারণটা সিংহভাগ শেয়ারের দর বৃদ্ধি। ডিএসই’র ইতিহাসে সর্বোচ্চ সাত হাজার ৩৯ কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ৩২ হাজার ৩১১ কোটি টাকায় দাঁড়ায় বাজার মূলধন। আর ৫৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৬৫ দশমিক ১১ পয়েন্টে পৌঁছায় ডিএসইএক্স, ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩০৬ দশমিক শূন্য দুই পয়েন্টে স্থির হয় ডিএস৩০।
এদিনে লেনদেন হয় মোট ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত ছিল বাকি ১৩টির।লেনদেন হয় এক হাজার ৭৯৩ কোটি দুই লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা।তিন সূচকের মধ্যে বাকি ডিএসইএস ২০ দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৯ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। দুই লাখ ৯০ হাজার ৮৪২ বার হাতবদল হয় ৬৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৪৬৫টি শেয়ার। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র ছিল। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে থাকে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৭ শতাংশ।
এমকে