মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই কারটির চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালকের নাম নুর মিয়া (৪০), তিনি নগরীর ডবলমুরিং থানার ঈদগাহ এলাকার বাসিন্দা। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা চালকের মরদেহ ও গাড়িটি উদ্ধার করেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিল কারটি। মরদেহ বার আউলিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে