খুলনায় গরু চুরিকালে ৩ জনকে গণপিটুনি

১৯ জুলাই ২০২১

খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় গরু চুরির সময় ৩ জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। আর বিষয়টি টের পেয়ে মহাসড়ের পাশে  পিকআপ নিয়ে অপেক্ষমান ২ জন পিকআপসহ সটকে পড়ে। রোববার ভোররাতে মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে এ ঘটনা ঘটে। এ তিনজন আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানিয়েছেন ডমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান।

গণপিটুনির শিকার ৩ জন হলেন- বাগেরহাট জেলার রামপাল থানার তালবুনিয়া গ্রামের জনি হাসান শেখ (৪০), ইসলামাবাদ গ্রামের শেখ মিজান (৩৫) এবং বটিয়াঘাটা থানার রনজিতের হুলা গ্রামের আবু বক্কার শেখ (৩৬)। সটকে পড়া দুজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার আগে তারা মাগুরাঘোনা গ্রামের আব্দুল ওয়াদুদ মজুদারের বাড়িতে যায়। সেখানে গরু চুরির জন্যে বাড়ির গেট ও গোয়াল ঘরের তালা ভেঙে ফেলেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। এরপরই শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ  তাদের থানায় নিয়ে যায়। পিকআপটিসহ সটকে পড়া দুজন ছিলেন খুলনা-সাতক্ষীরা মহাসড়ের পাশে সেঞ্চুরি ফিলিংস স্টেশনে।

ডমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ তিনজনের বিরুদ্ধে আরো চুরি মামলা রয়েছে।

গাজী সুফিয়ান/এমকে


মন্তব্য
জেলার খবর