কক্সবাজারে অস্ত্রধারী আটক

১৯ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় নেজাম উদ্দিন নামের অস্ত্রীধারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এ সময় ২টি ওয়ানশুটারগান, ৩টি কাটা রাইফেল, ১১রাউন্ড গুলি কার্তুজ, ১টি চাপাতি এবং ১টি রামদা উদ্ধার করা হয়। সোমবার ভোর রাতে সুন্দরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নেজাম উদ্দিন জেলার পেকুয়া উলুদিয়া পাড়ার মোখলেছুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর