ফের সর্বোচ্চ করোনা রোগীর মৃত্যু

১৯ জুলাই ২০২১

একক দিন হিসেবে দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গেছেন গত ২৪ ঘণ্টায়, ২৩১ জন।একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জনের। আর করোনামুক্ত হয়েছেন নয় হাজার ৩৩৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা যায় চলতি মাসেই, ১১ জুলাই- ২৩০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনের। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন। সুস্থ হয়েছেন  নয় লাখ ৪১ হাজার ৩৪৩ জন।  নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৩৯৯টি। শনাক্তের হার ১৫ দশমিক ৩০ ।

গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগীর নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৪৫১টি,পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ১২টি। শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ ।  মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৬ জন আর নারী ৯৫ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৭৩ জন, চট্টগ্রামে ৪৩ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৭ জন, বরিশালে ছয় জন, সিলেটে আট জন, রংপুরে ১৭ জন আর ময়মনসিংহে  ১১ জন। সরকারি হাসপাতালে ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন আর বাড়িতে ১৮ জন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর