ঝুঁকি নিয়ে ঈদে কত মানুষ ছেড়েছেন ঢাকা

২০ জুলাই ২০২১

ঈদুল আজহার আগে সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল করায় স্বজনদের সঙ্গে ঈদ উপযাপনে গ্রামে ছুটছেন রাজধানী ঢাকায় বসবার করা মানুষ। কিন্তু কত সংখ্যক মানুষ রাজধানী ছেড়েছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান না পাওয়া না গেলেও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, ২৬ লাখ ২০ হাজার ৫৫৯টি সিম ঢাকার বাইরে গেছে। ঈদ শিথিল পরবর্তী তিনদিন আগে এসব সিম রাজধানী ঢাকা থাকা মোবাইল অপারেটরের নেটওয়ার্কে ব্যবহার হতো। সোমবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব সিম ঢাকার বাইরে যাওয়ার  তথ্য জানান মন্ত্রী জব্বার ।

এদিকে গণপরিবহনে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। সচেতন যাত্রীরা মুখে মাস্ক ব্যবহার করলেও বজায় রাখা হচ্ছে না সামাজিক দুরত্ব। ফলে করোনা সংক্রমণের দ্রুত বিস্তারের আশঙ্কা থেকেই যাচ্ছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এ হিসাব দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জব্বার জানান, গত ১৭ জুলাই ঢাকার বাইরে গেছে ১২ লাখ ৫৯ হাজার ৮৯৩টি সিম। এর মধ্যে গ্রামীণফোনের ৮ লাখ ৮৫ হাজার ৯টি, বাংলালিংকের ২ লাখ ৩৯ হাজার ৯৬৩টি, রবির ১ লাখ ৪৯ হাজার ৮৪৪টি ও টেলিটকের ৫২ হাজার ৫৬টি সিম রয়েছে। ১৫ ও ১৬ জুলাই ঢাকার বাইরে যায় ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম। এর মধ্যে গ্রামীণফোনের  ৭ লাখ ৭৪ হাজার ৭৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ ও টেলিটকের ১ লাখ ১২ হাজার ২২৯টি সিম রয়েছে। প্রসঙ্গত, প্রতিটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ১৫টি সিম রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে দেশে। রেজিষ্ট্রেশন ছাড়া দেশে সিম ব্যবহারের সুযোগ নেই।

প্রসঙ্গত, গত মাস থেকে ঊর্ধ্বগতিতে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি মাসের শুরু থেকেই দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে সরকার।এ বিধিনিষেধের মেয়াদে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব গণপরিবহণের চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু ঈদ ঘিরে ১৫-২৩ জুলাই মেয়াদে এ বিধিনিষেধ শিথিল করে সরকার।    

এমকে

 


মন্তব্য
জেলার খবর