মন্তব্য
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী।
আনুশকার রয়েছে বডিগার্ড সোনুর প্রকৃত নাম প্রকাশ সিং। নয় বছর ধরে আনুশকার ছায়াসঙ্গী তিনি। দেশ হোক বা বিদেশ যেখানেই যান সনুকে নিয়ে যান।
দেহরক্ষী সনুর জন্য প্রতি মাসে ১০ লাখ রুপিরও বেশি গুনতে হয় আনুশকাকে। বছর শেষে সেই অঙ্কটা প্রায় দেড় কোটিতে গিয়ে ঠেকে।