নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে দারুণ বোলিং করার স্বীকৃতি পেলেন এবাদত হোসেন। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ডানহাতি এ পেসার। মাস সেরার দৌ&ড়ে তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন।
জানুয়ারিতে নিউজিল্যান্ডে স্বপ্নের মতো সময় কাটে এবাদতের। ১০ টেস্টে ১১ উইকেট পাওয়া বাংলাদেশের এ পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দিয়ে নিজের বোলিং রেকর্ড পাল্টে নেন। দুই ম্যাচে শিকার করেন ৯ উইকেট। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ যে ঐতিহাসিক জয় পায়, সেখানে কাণ্ডারির ভূমিকায় ছিলেন তিনি। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া এবাদত দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়ে দেন কিউইদের ব্যাটিং লাইন আপ।
আগুন ঝরা বোলিংয়ে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৯ রানেই গুটিয়ে দেন এবাদত। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন দেশের হয়ে ১২ টেস্টে ২০ উইকেট নেওয়া এই পেসার। সেটারই স্বীকৃতি হিসেবে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো তার।