আজ মঙ্গলবার থেকে পরবর্তী ৪ দিন সারাদেশে করোনার কোনো টিকা দেয়া হবে না। ঈদুল আজহা উপলক্ষে ও সাপ্তাহিক ছুটি এর কারণ। ২৪ জুলাই থেকে টিকাদান কার্যক্রম আগের মতোই শুরু হবে।সোমবার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০-২২ জুলাই তিন দিন ঈদের ছুটি।২৩ জুলাই শুক্রবার- সাপ্তাহিক ছুটি।টিকাদান কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সাপ্তাহিক ও অন্য সরকারি ছুটির দিনে টিকাদান কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে।
এদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ২৪ জুলাই থেকে পরবর্তী ১৪ দিন সারাদেশে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।কঠোর বিধিনিষেধের মেয়াদকালেও টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এছাড়া তাদের কাছে আসা টিকার নিবন্ধন সংক্রান্ত এসএমএস-ও প্রদর্শন করতে পারবেন।
এমকে