তালেবানকে হামলা বন্ধের আহ্বান

২০ জুলাই ২০২১

অবিলম্বে তালেবানের নির্মম সামরিক হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তানে নিযুক্ত ১৫টি দেশের কূটনৈতিক মিশনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

সোমবার কূটনীতিকরা এক বিবৃতিতে বলেছেন, এই হামলা তালেবানের আলোচনায় সমাধান চাওয়ার দাবির সঙ্গে সাংঘর্ষিক।  এর ফলে টার্গেট করে হত্যাসহ নিরীহ আফগানদের প্রাণহানি, বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুতি, ভবন লুটপাট ও জ্বালিয়ে দেওয়া, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস এবং যোগাযোগ নেটওয়ার্কের ক্ষতি হচ্ছে।

বিবৃতিতে সমর্থন দেওয়া দেশগুলো হচ্ছে: অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইউরোপিয়ন ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নেটোর ঊর্ধ্বতন প্রতিনিধি।

এএফপি 


মন্তব্য
জেলার খবর