আগামী দিনে বাড়বে প্রাকৃতিক দুর্যোগ

২০ জুলাই ২০২১

আগামী দিনে বৃষ্টির প্রকোপ আরো বৃদ্ধি পাবে। তখন বৃষ্টিপাতের পরিমাণ যেমন বাড়বে, তেমনই অল্পসময়ে অধিক বৃষ্টির প্রবণতাও বাড়বে। আবহাওয়াবিদ অ্যান্ড্রিয়াস ফিঙ্ক জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে এসব কথা বলেন।

জুরিখের বিজ্ঞানী সেবাস্টিয়ান সিপল জানান, তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বাতাসে সাত শতাংশ অতিরিক্ত জলীয় বাষ্প জমে। ওই জলীয় বাষ্প থেকেই পরে বৃষ্টি হয়। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কেন বাড়ছে, তা সহজেই অনুমেয়- বৈশ্বিক উষ্ণায়ন।

বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডায় বয়ে গেল ভয়ঙ্কর তাপপ্রবাহ। জার্মানি, বেলজিয়ামসহ ইউরোপের একাধিক দেশে আঘাত হেনেছে বন্যা। আর ভারতে চলছে একের পর এক মেঘফাটা বৃষ্টিপাত, ভূমিধস। আগামী কয়েক বছরে পানির স্তর আরো উপরে চলে আসতে পারে, যার ফলে বন্যার আশঙ্কাও বাড়বে।

 ডয়েচে ভেলে


মন্তব্য
জেলার খবর