১৭ দিন বন্ধ থাকবে সব অফিস

২০ জুলাই ২০২১

আজ মঙ্গলবার থেকে টানা ১৭ দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান। ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত ১৪ দিনের বিধিনিষেধ এর কারণ।

আগামীকাল বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে দেশে। ঈদের ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে শেষ হবে ২২ জুলাই ছুটি। এরপরের দুই দিন থাকবে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছুটি। ফলে টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন সবাই।

এদিকে ১৪ দিনের বিধিনিষেধ শুরু হচ্ছে ২৩ জুলাই সকাল ৬টা থেকে। বিধিনিষেধের মেয়াদে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব শিল্প কারখানা এবং গণপরিবহন। তবে বিধিনিষেধের আওতার বাইরে থাকবে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ও ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প-কারখানার কার্যক্রম। সীমিত পরিসরে খোলা খোলা থাকবে ব্যাংকও।

এমকে


মন্তব্য
জেলার খবর