ভোলার ১০ গ্রামে ঈদুল আযহা উদযাপিত

২০ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার-ই ঈদ-উল আযহা উদযাপিত হয়েছে ভোলার ৬ উপজেলার ১০ গ্রামে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামের ৫ হাজার পরিবার এ ঈদ উদযাপন করেন। প্রতিবছর-ই সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করেন তারা। সুরেশ্বর পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে এ ঈদ উদযাপিত হবে আগামীকাল বুধবার।

সুরেশ্বর পীরের অনুসারি ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মঞ্জু মিয়া
জানান, সকাল সাড়ে ৮টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে তার বাড়ির
আঙ্গিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। তিনি নিজেই ওই জামাতে ইমামতি
করেন। একই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্জায়েত
বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল
৯টা থেকে ১০টার মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দল্লাহ মাঝি বাড়ি,
লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ
সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।


সুরেশ্বর পীরের মুরিদ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, আমাদের মতে পৃথিবীর যে কোনো স্থানে
চাঁদ দেখা গেলেই রোজা এবং ঈদ পালন করা যায়। সে অনুযায়ী আমরা প্রতি বছর
একদিন আগে রোজা, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা পালন করে আসছি।


কামরুজ্জামান শাহীন/এমকে


 

 


মন্তব্য
জেলার খবর