দুইশ’ করোনা রোগীর মৃত্যু

২০ জুলাই ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫৭৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯৭ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৩১। মঙ্গলবার  স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত  করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। এর মধ্যে  ১৮ হাজার ৩২৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।১৫ দশমিক ৩৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১১ জন আর নারী ৮৯ জন।  বিভাগ ভিত্তিক ঢাকায় ৫১ জন, চট্টগ্রামে ৪৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৫০ জন, বরিশালে সাত জন, সিলেটে ১১ জন, রংপুরে ১২ জন আর ময়মনসিংহে আটজন; সরকারি হাসপাতালে ১৬৪ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন আর বাড়িতে ছয় জন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর