পেরুর নতুন প্রেসিডেন্ট কাস্তিলিও

২১ জুলাই ২০২১

প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলিও জয়ী হয়েছেন। সোমবার রাতে ফলাফল ঘোষণা করে দেশটির ন্যাশনাল ইলেকশনস জুরি (জেএনই)।

আগামী ২৮ জুলাই শপথ নেবেন কাস্তিলিও। ৫১ বছর বয়সী কাস্তিলিও প্রাক্তন স্কুল শিক্ষক ও ইউনিয়ন নেতা ছিলেন। 

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।  ফ্রি পেরু পার্টির হয়ে জয়ী হলেন  কাস্তিলিও। 

বিবিসি

 


মন্তব্য
জেলার খবর